Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে শরীয়তপুর সদর উপজেলা

শরীয়তপুর সদর উপজেলার ভৌগলিক অবস্থান

শরীয়তপুর সদর  শরীয়তপুর জেলার একটি উপজেলা। প্রাচীন এ জনপদ সমতটের রাজধানী ছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। ভৌগোলিকভাবে শরীয়তপুর সদর ২৩°০৮´  থেকে ২৩°১৮´ উত্তর অক্ষাংশ ও ৯০°১৪´ থেকে ৯০°২৩´  পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।

শরীয়তপুর সদর উপজেলার সীমানা

শরীয়তপুর সদর  উপজেলার উত্তরে জাজিরা ও নড়িয়া উপজেলা, দক্ষিণে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, পূর্বে ডামুড্যা, ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা এবং পশ্চিমে মাদারীপুর সদর উপজেলা।

শরীয়তপুর সদর  উপজেলার পটভূমি

ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। গুপ্ত যুগের (চতুর্থ শতক থেকে ৫৪৪ খ্রিঃ) ইতহিাস থেকে শরীয়তপুরের ইতিহাস তেমন কিছু না জানা গেলেও সমুদ্রগুপ্তের শিলালিপি থেকে বোঝা যায় এটি গুপ্ত রাজ বংশের অধীনে ছিল। পরবর্তীতে মুঘল আমলের আগ পর্যমত্ম এলাকাটি বিভিন্ন রাজ বংশের অধীনে শাসিত হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শরীয়তপুর বাসীর ভূমিকা উল্লেখযোগ্য।

শরীয়তপুর এর পূর্ব নাম পালং। পালং একটি পুরাতন নাম। পালং থানা প্রতিষ্ঠার এবং এর নামকরণের সঠিক ইতিহাস জানা যায়নি। স্বাধীনতা পরবর্তীকালে জেলাটি ফরিদপুরের মাদারীপুর মহকুমার অমত্মর্ভূক্ত ছিল। ১৯৭৭ সালের ০৩ নভেম্বর বিশিষ্ট সমাজ সংস্কারক ও ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহর নাম অনুসারে শরীয়তপুর নামকরণ করে মহকুমা স্থাপন করা হয়। ১৯৮৪ সালে প্রশাসনিক পূনবিন্যাসের ফলে শরীয়তপুরকে জেলায় উন্নীত করা হয়। ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি এ থানাকে শরীয়তপুর সদর উপজেলা হিসেবে নাম করন করা হয়।

 

শরীয়তপুর সদর উপজেলার প্রশাসনিক ইউনিট

 মোট আয়তন                                    :           ১৭৫.১০ বর্গকিলোমিটার

 ইউনিয়ন                                        :           ১১ টি ( পালং, তুলাসার, আংগারিয়া, রুদ্রকর, বিনোদপুর, চন্দ্রপুর,  মাহমুদপুর,

                                                             চিকন্দী, ডোমসার, শৌলপাড়া ও চিতলিয়া )

 পৌরসভা                                       :           একটি (শরীয়তপুর সদর- প্রথম শ্রেণী)

শরীয়তপুর সদর উপজেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

বিবরন

পরিমান

মন্তব্য

 মোট জনসংখ্যা

১,৯৯,০১৬ জন

 

 

 

 

 

২০১১ সালের আদম শুমারী ও গৃহগণনা অনুযায়ী

 

 

 মোট পুরুষ

১,০১,২৬৫ জন

 মোট মহিলা

৯৭,৭৫১ জন

 মোট মুসলিম জনসংখ্যা

১,৮৭,৫৩৮ জন

মোট হিন্দু জনসংখ্যা

১১,৪৩৭ জন

মোট খ্রিস্টান জনসংখ্যা

২৩ জন

অন্যান্য জনসংখ্যা

 ৮জন

উপজেলার বৌদ্ধ জনসংখ্যা

১০ জন

জনসংখ্যার ঘনত্ব

১,২০১ জন (প্রতি বঃ কিঃ মিঃ)

জনসংখ্যার ঘনত্ব

৩,১১০ জন (প্রতি বঃ মাইলে)

বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার

০.৫৪%

শিক্ষার হার

৪৭.৩০%